Indiapost24 Web Desk:অস্থিরতা অব্যাহত বাংলাদেশে। প্রতিবেশী এই দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, হিংসা-সন্ত্রাসের ঘটনার ছায়া পড়েছে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের সীমান্ত রাজ্যগুলিতে। বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে সাম্প্রতিক সময়ে যে সব বাংলাদেশের নাগরিক এদেশে আসছেন, তাদের অনেকেই চাইছেন না ফিরে যেতে।
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে মৌলবাদী পাকিস্থানপন্থী শক্তির আক্রমণে দিশেহারা হিন্দু সমাজ। মোদী-অমিত শাহরা মৌন থাকায় হতাশায় ভুগছেন হিন্দুরা। তাই অনেকেই বৈধ পাসপোর্ট–ভিসায় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে অসম, ত্রিপুরা, মেঘালয়ে ঢুকে আর বাংলাদেশে ফিরে যেতে চাইছেন না। শুধু হিন্দুরাই নয়, আওয়ামি লীগের অনেক নেতা-ক্যাডার ও সমর্থক প্রাণ বাঁচাতে অবৈধভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমে ঢুকেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফলে বেআইনি ভাবে রাজনৈতিক ও ধর্মীয় কারণেই অনেক অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সীমান্তের নানা ফাঁকফোকর দিয়ে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে।
মোদী প্রশাসনের নির্দেশে বিএসএফ মরিয়া হয়ে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করলেও অনেক ক্ষেত্রেই তা বাস্তবায়িত হচ্ছে না।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও দেশে মুক্তি যুদ্ধ স্বাধীনতা ধারার মানুষদের সঙ্গে বি এন পি জামাতে ইসলামীর মত মৌলবাদী পাকিস্থানপন্থী শক্তির সংঘর্ষে প্রাক গৃহ যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর ফলে ভারত সীমান্তে এর প্রভাব পড়ার সম্ভাবনা জোরদার হতে চলেছে।
সীমান্তে কেন্দ্রীয় সরকারের নির্দেশে বি এস এফ বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। তবে বি এস এফের চোখ ফাঁকি দিয়ে বেআইনি অনুপ্রবেশকারিরাও পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের একাধিক সীমান্ত এলাকা দিয়ে আশ্রয়ের খোঁজে এদেশে চলে আসছে। এর ফলে বাংলাদেশের চলমান হিংসা-সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতার ছায়া পড়তে শুরু করেছে বাংলাদেশ লাগোয়া ভারতের সীমান্ত রাজ্যগুলিতে।
0 comments:
Post a Comment