Indiapost24 Web Desk:পেট্রাপলে নয়া টার্মিনাল উদ্বোধনের দিন রাজ্যের "ই-সুবিধা" প্রকল্পের ভূয়শী প্রশংসা করল ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের রিজিয়নাল ডিরেক্টার সাউথ এশিয়া, সিসিলি ফ্রুম্যান এক ভিডিও বার্তায় রাজ্যের এই ই-সুবিধা প্রকল্প কিভাবে স্থলপথে বাণিজ্যের সময় কমিয়ে দিয়েছে তা বলেছেন তিনি। আর তার এই বক্তব্য রাজ্যবাসীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখছেন, পেট্রাপোল সীমান্তে যখন আজকে সকলের চোখ নয়া টার্মিনালের উদ্বোধন নিয়ে হইচই হচ্ছে। বাস্তবতা হল, স্হল বন্দরে পশ্চিমবঙ্গের চালু করা ই-সুবিধা প্রকল্প ভারত এবং বাংলাদেশ দু'দেশের সীমান্ত বাণিজ্যকে নতুন মাত্রা দিয়েছে। যে যানবাহনকে অনুমতির জন্য প্রায় ৪৫ দিন অপেক্ষা করতে হতো এই প্রকল্পের মাধ্যমে তা মাত্র কয়েক ঘণ্টায় সম্পন্ন হচ্ছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধায় ইতিমধ্যেই ৮ লক্ষের বেশি যানবাহন পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য সরকারের এই প্রকল্প শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত এবং প্রশংসিত নয়, এটি প্রশংসা পেয়েছে বিশ্ব ব্যাংকেরও। মুখ্যমন্ত্রীর মতে ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে এই রাজ্যের এই "ই-সুবিধা" প্রকল্পই বাস্তবিক গেম চেঞ্জার।
একই সঙ্গে "যাত্রী সুবিধা" প্রকল্পের প্রশংসা করেছেন তিনি। ইতিমধ্যেই এর লাভ পেয়েছে প্রায় ১ লক্ষের বেশি ভ্রমণার্থী। অতীতে সীমান্তে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হতো দু'দেশে ভ্রমণে জন্য যাওয়া মানুষদের। এখন তা অতীত।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষ এবং নাগরিক বান্ধব শাসনের জন্য এটা গর্বের মুহূর্ত।
শুধু মুখ্যমন্ত্রী নন, ই-সুবিধা প্রকল্পের প্রশংসা করেছেন সিসিলি ফ্রুম্যান। তিনি বলেছেন, আগে এক দেশ থেকে অন্য দেশে একটু ট্রাককে যেতে প্রায় 40 দিন অপেক্ষা করতে হতো। এখন মাত্র ১৪ ঘণ্টায় সেই অনুমতি পাওয়া সম্ভব হয়েছে। তিনি বলছেন, রাজ্যের এই পদক্ষেপ সত্তিকারের ভবিষ্যৎ কে সামনে রেখে তৈরি করা হয়েছে।
0 comments:
Post a Comment