NNS:ভারতীয় রেল বোর্ড সূত্রে জানা গেছে যে জানুয়ারি থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহরে ছুটবে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন..মুম্বাই শহরে লোকাল ট্রেনে কয়েক দশক ধরে রয়েছে বিলাসবহুল প্রথম শ্রেণীর কামরা.. এবার সেখানে চালু হতে যাচ্ছে গোটা শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন.. প্রাথমিকভাবে ৭ জোড়া শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালাবে পশ্চিম রেলওয়ে.. ভাড়া গুনতে হবে প্রথম শ্রেণীর দেড়গুন্ .. মধ্য রেলওয়ের শাখাগুলিতেও শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে.. চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ কারখানাতে তৈরি করা হচ্ছে AC-লোকাল রেক গুলি.. রেক গুলিতে থাকবে কলকাতা মেট্রোর মত স্বয়ংক্রিয় দরজা.. স্বাভাবিকভাবেই মুম্বাইবাসি শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন আসার খবরে যথেষ্ট খুশি.. সেন্ট্রাল রেল মিনিস্টার পিযূষ গোয়েল এই বিষয় নিয়ে রেল বোর্ড ও পশ্চিম রেলওয়ে কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন..


0 comments:
Post a Comment