NNS: জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী কঠোর অবস্থান নিয়ে চলতে চাইছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়..জাতীয় রাজনীতিতে বিরোধী মঞ্চ গড়ার ক্ষেত্রে তিনি কংগ্রেস এর সহযোগী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন.. কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতির ভিন্নতার কারণে
বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করে চলেছেন.. রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছিলেন যে নতুন করে কংগ্রেস বা বাম শিবির থেকে দলীয় নেতা,বিধায়ক ভাঙানোর খেলা থেকে সরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়.. এমনটাও আশা করছিল প্রদেশ কংগ্রেসের নরম মাইন্ডের নেতারা কিন্তু তিনি যে দল ভাঙানোর রাজনীতি থেকে সরতে চাইছেন না তা বুঝতে পেরে কংগ্রেসের কট্টর মমতা বিরোধী অংশ আবার সুর চড়াতে শুরু করেছেন..উত্তর চব্বিশ পরগনার বাগদা এর বিধায়ক তথা একদা মুকুল ঘনিষ্ট দুলাল বর কে এদিন নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির সভায় দেখা গেছে, এও জানা গেছে যে অচিরেই দুলাল বর কংগ্রেস ছেড়ে তৃণমূলের ফিরতে চলেছেন.. রাজনৈতিক মহল আরও মনে করছে যে দিল্লিতে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে ঐক্য হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ও বাম শিবির থেকে দলনেতা,জনপ্রতিনিধিদের নিজের দলে টানার রাস্তা থেকে সরবেন না.. দল ভাঙানোর ক্ষেত্রে মমতার এক নম্বর ব্যক্তি ছিলেন মুকুল রায় আর এখন তার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো কিছু নেতার ওপর চাপাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো ঠিক এমনটাই খবর রাজনৈতিক সূত্রে..
বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করে চলেছেন.. রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছিলেন যে নতুন করে কংগ্রেস বা বাম শিবির থেকে দলীয় নেতা,বিধায়ক ভাঙানোর খেলা থেকে সরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়.. এমনটাও আশা করছিল প্রদেশ কংগ্রেসের নরম মাইন্ডের নেতারা কিন্তু তিনি যে দল ভাঙানোর রাজনীতি থেকে সরতে চাইছেন না তা বুঝতে পেরে কংগ্রেসের কট্টর মমতা বিরোধী অংশ আবার সুর চড়াতে শুরু করেছেন..উত্তর চব্বিশ পরগনার বাগদা এর বিধায়ক তথা একদা মুকুল ঘনিষ্ট দুলাল বর কে এদিন নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির সভায় দেখা গেছে, এও জানা গেছে যে অচিরেই দুলাল বর কংগ্রেস ছেড়ে তৃণমূলের ফিরতে চলেছেন.. রাজনৈতিক মহল আরও মনে করছে যে দিল্লিতে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে ঐক্য হলেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ও বাম শিবির থেকে দলনেতা,জনপ্রতিনিধিদের নিজের দলে টানার রাস্তা থেকে সরবেন না.. দল ভাঙানোর ক্ষেত্রে মমতার এক নম্বর ব্যক্তি ছিলেন মুকুল রায় আর এখন তার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো কিছু নেতার ওপর চাপাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো ঠিক এমনটাই খবর রাজনৈতিক সূত্রে..
0 comments:
Post a Comment