বিশ্ব ব্যাঙ্কে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে ,বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ আমলে ৩০% বেশি মানুষ সুষম খাদ্য পাচ্ছেন না |বিশ্ব ব্যাঙ্কের পরামর্শ বাংলাদেশের এই পরিস্থিতির মোকাবিলায় খাদ্য শস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে বেশি করে নজর রাখতে হবে |ভারতের প্রতিবেশি কৃষিপ্রধান বাংলাদেশে ৫-৬ বছর আগেও যেখানে চাল আমদানি করা হতো সেখানে ২০১৫ সাল থেকে শেখ হাসিনার আমলে চাহিদা মিটিয়ে বাংলাদেশ চাল রপ্তানি করেছে |
প্রতিবছর আবাদি জমির পরিমান কমার পাশাপাশি বাংলাদেশে জলবায়ুর পরিবর্তন ঘটেছে |তবে বিশ্বব্যাংক জানাচ্ছে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে শুধু খাদ্যশস্যের উৎপাদন বাড়ালেই চলবেনা ,নিশ্চিত করতে হবে তৃনমূল স্তর থেকে সব পর্যায়ে সুষম খাদ্যের প্রবণতা বাড়ে তার দিকে |চালের উৎপাদনে এর পাশাপাশি অন্য খাদ্য উৎপাদনেও এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই আশা করছেন বিশ্বব্যাংক কর্তারা |তবে বিষেশজ্ঞরা বলছেন যে ,এসব খাদ্যদ্রব্য কত সহজে তৃনমূল স্তর থেকে বাংলাদেশে এর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকেই বাংলাদেশ সরকার কে নজর দিতেই হবে |আর চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে প্রশ্ন চিহ্ন হয়ে উঠবে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির সফলতা |
0 comments:
Post a Comment