পঞ্চায়েতে একক শক্তিতে লড়বে কংগ্রেস

Mostak Ahamed Jamader - ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সিপিএম তথা বাম শিবিরের সঙ্গে জোট করে কংগ্রেস বিধানসভায় মুখ্য বিরোধী দল আত্মপ্রকাশ করলেও বেশ কজন কংগ্রেস বিঁধায়ক দলত্যাগ করায় কংগ্রেস যে দুর্বল হয়েছে তা মানছেন প্রদেশ কংগ্রেস নেতারা ।

একই সঙ্গে তৃণমুল কংগ্রেস বিধায়কের পাশাপাশি পুরসভা , পঞ্চায়েত সহ বিভিন্ন স্তরে 
কংগ্ৰেসের নির্বাচিত প্রতিনিধিদের ভাঙ্গানোর যে খেলায় নেমেছেন তাতে স্বাভাবিক ভাবে কংগ্রেস দুর্বল হয়েছে । 




মানস ভূঁইয়া ,সংকর সিং সহ একাধিক বিধায়কের দলত্যাগ বিধানসভার অভ্যন্তরে দল যে দুর্বল হয়েছে তা মানছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বয়ং । প্রদেশ কংগ্রেস নেতারা নীতিগত ভাবে ঠিক করেছেন যে , অগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস নিজস্ব শক্তিতে একক ভাবেই লড়াইয়ের ময়দানে নামবে ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment