Indiapost24 Desk:গুজরাটে পুরোদমে নির্বাচনী প্রচার ও সংগঠন গড়তে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে কংগ্রেস.. এরই মধ্যে গুজরাটে শরদ পাওয়ারের এনসিপি এর সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে.. গুজরাট প্রদেশ কংগ্রেস নেতারাও এনসিপি এর সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে দলের হাইকমান্ডকে তাদের মত জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে ..এনসিপি গুজরাটে দুর্বল হলেও বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব রয়েছে সে দিকটা মাথায় রেখেই কংগ্রেস এনসিপি কে কোন কোন আসন ছাড়া যায় তার তালিকা ও তৈরি করে ফেলেছে.. প্রদেশ কংগ্রেস সভাপতি ভারত সিংহ সোলাঙ্কি, শক্তি সিংহ গভীল, অর্জুন মেদিগড়িয়া সহ দলের শীর্ষ নেতারা বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে দলীয় সূত্রের খবর.
0 comments:
Post a Comment