বিজেপিকে হুঁশিয়ারি মায়াবতীর

NNS:আগামী ২০১৯  সালের লোকসভার  নির্বাচনকে মাথায় রেখে "দলিত কী বেটী" তথা বি  এস পি  সুপ্রেমো  মায়াবতী দলিত  কার্ড খেলে ক্ষমতাসীন বিজেপি কে জোরালো ভাষায় আক্রমণ করলেন..দলিত আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির মনোভাবের বদল না হলে ভীমরাও আম্বেদকর এর মতো তিনিও হিন্দু ধর্ম ছেড়ে বুদ্ধ  ধর্ম গ্রহণ করবেন বলে  স্পষ্ট হুঁশিয়ারী দিয়েছেন নেত্রী  মায়াবতী..উত্তরপ্রদেশের  আজম গড়ে  দলের এক জনসভায় মায়াবতী বিজেপি কে  চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন দলিত আদিবাসী ও অনগ্রসর শ্রেণি ও
ধর্মান্তরিতদের প্রতি শাসকদল তাদের জাতিবাদী ও সাম্প্রদায়িক মনোভাব না বদলালে তিনি ও  বৌদ্ধধর্ম গ্রহণ করবেন আর  সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রসঙ্গেও এক্ষেত্রে উল্লেখ করেছেন.. মায়াবতী তিনি বলেছেন হিন্দু ধর্মের  বর্ণ-বৈষম্য  আম্বেদকরকে  ব্যথিত করেছিল  তাই তিনি শঙ্করাচার্য ও সন্তদের এই  বর্ণ-বৈষম্য সংশোধনের আর্জি জানিয়েছিলেন কিন্তু তা না হওয়ায় মৃত্যুর আগে আম্বেদকর নাগপুরে  নিজের অনুগামীদের নিয়ে বৌদ্ধধর্ম গ্রহন করেছিলেন..তদ্রুপ বিএসপি  নেত্রী মায়াবতীও বললেন তিনিও তাদের মানসিকতার পরিবর্তনের সুযোগ দিচ্ছেন না হলে তিনিও নিজের সমর্থকদেরকে সঙ্গে নিয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করবেন..মায়াবতীর এই বক্তব্যের ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে সমগ্র উত্তর ভারত জুড়ে এবং পর্যবেক্ষকরাও উপলব্ধি করছে বিভিন্ন মহলে  এই বিষয় নিয়ে চলছে জোর আলোচনা ও পর্যালোচনা..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment