তৃনমূল সরকারের আমলে গ্রামীন রাস্তা পেয়েছে এক নতুন মাত্রা ......

Indiapost24 Desk:মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সালে রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর গ্রামিন রাস্তা তৈরির পরিকাঠামোতে এসেছে পরিবর্তন |মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত ৬ বছরে ১৩,৫৭১ কিমি রাস্তা তৈরি হয়েছে |(তুলনামূলক বামফ্রন্ট সরকার ২০০০ -১১ সাল পর্যন্ত তৈরি হয়েছিলো ১০,২৩৯ কিঃমিঃ রাস্তা )বর্তমানে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুরোনো গ্রামীন রাস্তার সংস্কার করছে পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,বাঁকুড়া ,পুরুলিয়া জেলায় |ঝাড়গ্রাম যা নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে সেখানে রাস্তা তৈরি ও পুরনো রাস্তার সংষ্কার চলছে |এর পাসে দপ্তর ৩৩০০ কিঃমিঃ নতুন রাস্তা তৈরির ডিপিআর কেন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছে |২৩ টি জেলার ৩৪১ টি ব্লক এ রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে |মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আধিকারিকদের বলেছেন গ্রামীন সরক যোগাযোগব্যবস্থা ও প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর ব্যবস্থা করতে |সেই হিসেবে ,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ মন্ত্ৰী অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনীয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীন রাস্তা তৈরির ব্লুএপ্রিন্ট তৈরি করেছে..




 |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment