Indiapost24 Desk:দেশ স্বাধীন হওয়ার পর অন্যতম বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ১৯৪৮ সালে ৩০ শে জানুয়ারি,জাতির জনক মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আপত্তি করেছেন তার নিজ প্রপৌত্র তুষার গান্ধী ..হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট,আর সেই নির্দেশ কে বিরোধিতা করে আপত্তি জানিয়েছেন তুষার গান্ধী.. ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী হত্যার পিছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছেন পঙ্কজ ফোরণবীশ নামে এক ব্যক্তি, আদালতে উত্থাপিত তার অভিযোগে বলা হয়, হাজার ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি গান্ধীকে হত্যা জন্য তৃতীয় পক্ষের সরাসরি ভূমিকা রয়েছে, মহাত্মা গান্ধীর শরীরে বিদ্ধ করা তিনটি বুলেট নিয়েও প্রশ্ন তোলেন পংকজ ফোরণবীশ..এই বিষয় পুনঃতদন্তের সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দেন আদালত,আর সেই নির্দেশ কেই বিরোধিতা করে গতকাল সুপ্রিম কোর্টে আপিল করেন গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী..
Home / Breaking News /
National /
Top News
/ গান্ধী হত্যাকান্ডের পুনঃতদন্তে আপত্তি তার নিজ প্রপৌত্রর
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment