মুজাফ্ফর আহমেদ : পাহাড়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে লকেট চ্যাটার্জীর দলই ।এমনিই অভিযোগ করলেন রাজ্যের প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার বর্ধমানে দলীয় কার্যালয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জ্জী বলেন পাহাড়ে অশান্তির আগুন ছড়াচ্ছে শাসক তৃণমৃলই ।
আজ ই বর্ধমানের ডিভিসি মোড়ে জেলা বিজেপির অফিসের সন্নিকটে এক দলীয় কর্মসুচিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন ,"বিমল গুরুং কি এমন ক্ষমতাবান যে তাকে ধরা যায় না |এতো অস্ত্র কার ?কোথা থেকে এলো ?পুরো ঘটনার সিবিআই ও এনআইএ তদন্ত হোক |পুলিশ কর্মীর মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে |প্রশিক্ষণপ্রাপ্তদের সেখানে পাঠানো উচিত ছিলো"
আজ তার প্রতিক্রিয়ায় রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্ৰী স্বপন দেবনাথ বলেন , "পাহাড়ে অশান্তি ছড়াচ্ছে | কেন্দ্রীয় সরকার পরোক্ষ ভাবে শক্তি যোগাচ্ছে গুরুংদের | রাজ্য সরকার কখনো পুলিশ নিয়ে রাজনিতী করে না | পাহাড়ে উন্নয়নই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একমাত্র লক্ষ্য | শান্তি ফেরানোর জন্য সবরকম ব্যাবস্থা নেওয়া হোয়েছে রাজ্য সরকারের তরফ থেকে" |
0 comments:
Post a Comment