Indiapost24 Desk:সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে যক্ষারোগের প্রসার হওয়ার ঘটনা যে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের স্নায়ুর চাপ যে বাড়াবে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই.. দেশে এখন গড়ে দেড় মিনিটে যক্ষারোগে আক্রান্ত রোগীর মৃত্যু হয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে.. প্রতি বছর ভারতের সব রাজ্য মিলে প্রায় 28 লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন আর এই 28 লক্ষ মানুষের মধ্যে বহু রোগী আছে যারা পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, মধ্যপ্রদেশও অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাসিন্দা ..স্বাভাবিকভাবে যক্ষারোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে চলায় প্রধানমন্ত্রী সচিবালয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করে যক্ষ্মা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছেন.. আগামী ৯ বছরের মধ্যে অর্থাৎ 2025 সালে দেশ থেকে যাতে যক্ষা দূর করা যায় সেই মতো ব্যবস্থা নিয়ে নামতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা, তাই নিয়মিত ওষুধের পাশাপাশি টিকা প্রয়োগের পরীক্ষামূলক প্রস্তুতি শুরু হয়েছে.. পশ্চিমবঙ্গের কয়লাখনি,চা -বাগান ইস্পাত শিল্পের শ্রমিকদের পাশে গহনা তৈরি সহ একাধিক ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বড় অংশ যক্ষারোগে আক্রান্ত হয়ে থাকেন বিশ্বস্বাস্থ্য সংস্থা যক্ষা সংক্রান্ত প্রতিবেদন এ এই বিষয় দৃষ্টি আকর্ষণ করে এবং যক্ষা সংক্রান্ত এই প্রতিবেদনে যে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছেন সে বিষয়ে একমত পর্যবেক্ষক মহল!
Home / Breaking News /
Life & Style /
National /
Top News
/ বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্টে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment