Indiapost24 Desk:একটি অভিনব উদ্যোগে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর জোট বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের সংগে যাতে করে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের খাদ্য সরবরাহের পরিকল্পনা করা যায় | এ নতুন প্রকল্পে খাদ্য সরবরাহ দপ্তর চাল , ডাল , গম , সোয়াবিম বিতরণ করবে মা ও শিশুদের রাজ্য সরকারের তৈরি করা লিস্ট অনুযায়ী | খাদ্যমন্ত্ৰী বলেন ৯ কিলো ওজনের একটি ফুড প্যাক দেওয়া হবে প্রতি মাসে মা ও শিশুদের | ঐ পরিবারগুলি এই পরিষেবা পাবে ১ বছর | স্বাস্থ্য দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তরকে একটা লিষ্ট দেবে যেখানে অপুষ্টিতে আক্ৰান্ত মা ও শিশুদের নাম নথিভুক্ত থাকবে , যার উপর ভিত্তি করে এই প্যাকেজে তৈরি করা হবে | এই প্যাকে থাকবে ১কিলো চাল , ২ কিলো ডাল দু রকম , ১ কিলো সোয়াবিন , ১ কিলো গম | এই প্যাক তৈরি করতে সরকারের খরচ হবে ৪৫০ টাকা | মন্ত্ৰী বলেন আরও একটা নতুন প্রকল্প আসবে সোনাগাছির যৌনকর্মীদের জন্য , এইচ আই ভি আক্রান্ত , কুষ্ঠ পীড়িতদের জন্য | একটা স্পেশাল টিম তৈরি করা হবে যারা এদের বাড়ী বাড়ী গিয়ে ফুড প্যাক বিতরণ করবে |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment