Snehasis Mukherjee:গোৰ্খা জনমুক্তি মোর্চার কট্টরপন্থী নেতা তথা দলের আন্তগোপনে থাকা সুপ্রিমো বিমল গুরুংকে বেকায়দায় ফেলতে পুলিশ কৰ্মী খুনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে |রাজনৈতিক মহল মনে করছে যে ,ওই এপি ধারায় অভিযোগ করে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে নবান্নে তাকে দার্জিলিং থেকে পাততাড়ি গোটাতে আগেই নিদিষ্ট কৌশল গ্রহন করেছিলেন |এবারে বিপাকে পড়লেন মোর্চা প্রধান বিমল গুরুং |এস আই অমিতাভ মালিকের খুনের ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল |তাছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনে দার্জিলিং থানায় এফ আই আর করা হয়েছে তার বিরুদ্ধে |এছাড়াও এফআইআর এ নাম রয়েছে গুরুং অনুগামী প্রকাশ গুরুং ,প্রবীন সুব্বা ,দীপেন মালে ,সবুজ থাপা সহ ২০ জনের |যারা আত্মগোপন করেছেন |
গত শুক্রবার পশ্চিমবাংলা -সিকিম সীমান্তে গুরুং বাহিনীর ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান অমিতাভ মালিক |ঘটনাস্হল থেকে উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র |তবে ঘটনার পর থেকে লিম্বু বস্তির প্রশিক্ষণ শিবির এখন ফাকা | তবে এই ঘটনার পর ৩০ অক্টোবর গুরুংয়ের পক্ষে প্রকাশ্যে আশা অসম্ভব বলেই মনে করছে ঘনিষ্ঠমহল |এদিকে পাতলেবাসে গুরুংপন্থিদের বাড়িতে অগ্নিসংযোগের পেছনে তদম্তের দাবি তুলেছেন প্ৰাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী |গতকাল তিনি নবান্ন এ ডাকা বৈঠক বয়কট করেছেন বিনয় তামাং -অনিত থাপা দের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশাসনের আঁতাতের ঘোরতর বিরোধী হরকা বাহাদুর ছেত্রী এমনটাই জানা গেছে |
0 comments:
Post a Comment