রাজ্যের তফসিলিদের উন্নয়নের লক্ষ্যে গঠিত হচ্ছে পৃথক তপশিলি উপদেষ্টা কাউন্সিল

Indiapost24 News Desk:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজ্যের তফসিলিদের উন্নয়নের লক্ষ্যে তপশিলি উপদেষ্টা কাউন্সিল করতে চলেছেন এই কাউন্সিল   মূলত সামাজিক, শিক্ষা. সংস্কৃতি ও অর্থনৈতিক বিষয়ক উন্নয়নের দিকে কড়া নজর রাখবে.. সম্প্রতি ঝাড়গ্রাম  সফরে  পিছিয়ে পড়া তপশিলি জাতীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন মমতা..আর তার পরই কাউন্সিল গঠন এর উদ্যোগ  ..এবার থেকেই  এই নব গঠিত কাউন্সিলই সব ক্ষেত্রের উন্নয়নের বিষয়টি দেখবে ও রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে.. শীঘ্রই কাউকে এই কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হবে তবে কাকে করা হবে তা এখন অবধি কোনো সিদ্ধান্তে আসেনি ঠিক এমনটাই খবর সূত্রের..তবে এই রাজ্যে  অলচিকি ভাষার শিক্ষকের অভাব আছে তাই অলচিকি  ভাষা এর  শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও খুব শিগগিরই প্রকাশ করবে রাজ্য সরকার..


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment