শেষ পর্যন্ত গুজরাটে নির্বাচনের দিন ঘোষণা ....

NNS:হিমাচলপ্রদেশে নির্বাচনের দিন ঘোষণা হলেও তার ১০ দিন বাদে আজ জাতীয় নির্বাচন কমিশন দুদফায় গুজরাটে বিধানসভায় নির্বাচনের দিন ঘোষণা করলো |দুদফায় নির্বাচন হবে ৯ ও ১৪ ডিসেম্বর |ফলাফল হিমাচলপ্রদেশের সঙ্গে এক ই দিনে ১৮ ডিসেম্বর ঘোষণা করা হবে |নির্বাচন কমিশন এর ঘোষণা মত গুজরাটে প্রথম দফায় ৮৯ আসন গ্রহন করার পর ১৪ ডিসেম্বর বাকি ৯০ আসনে ভোট গ্রহন করা হবে |নির্বাচন কমিশনের এই ঘোষনার পর রাজ্যে অবিলম্বে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু করা হবে |এই বিধি কেন্দ্র সরকারের ওপর প্রযোজ্য |কমিশন জানিয়েছে ,ভোট সংক্রান্ত যাবতীয় গতিবিধি রেকর্ডিং করা হবে |ভোটগ্রহন কেন্দ্রগুলোতেও থাকবে রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজের ব্যাবস্থা |১৮২ সদস্যের গুজরাট বিধানসভায় মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৩ শে জানুয়ারি |প্রসঙ্গত ,এর আগে হিমাচলপ্রদেশের ভোটের নির্ঘন্ট ঘোষণার দিন গুজরাট নির্ঘণ্ট করেনি |সমালোচনায় কমিশন জানায় ,বন্যার কারনেই গুজরাট নির্ঘণ্ট ঘোষণা করেনি |এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন যে ,প্রধানমন্ত্রীর সভা শেষ হলে ভোটের দিন ধার্য করার অধিকার কমিশন তাকেই দিয়েছে |গুজরাট সরকার যাবতীয় ছাড় ও জনপ্রিয় ঘোষনা করার পরেই ভোটের দিন স্থির হবে |যাইহোক যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে রেখে জাতীয় নির্বাচন কমিশন গুজরাটে ভোটের দিন ঘোষণা করার পর শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের নির্বাচনী তৎপরতা তিব্র হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল |





Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment