মুজাফ্ফর আহমেদ:বর্ধমান:বুধাবার কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে বর্ধমানের দুই ক্লাব জাগরণী সংঘ ও চৌরঙ্গী সংঘের মধ্যে ঘটে এক চরম সংঘর্ষ । জাগরণী সংঘের শোভাযাত্রা চৌরঙ্গী সংঘের সামনে আসতেই বাজি ছোঁড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই দলের মধ্যে, শেষ পর্যন্ত শুরু এক চাঞ্চল্যকর সংঘর্ষ ।ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় । দুই দলের বাইক ভাঙচুর করা হয় । ভাঙচুর চলে দুটি ক্লাবেও ।
ক্লাবদুটির আসবাবপত্র, দরজা জানলা ভাঙচুর করে তারা ।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমানথানার বিশাল পুলিসবাহিনী । এলাকায় পরিস্থিতি শিঘ্রই নিয়ন্ত্রণে আন্তে র্যাফও নামানো হয় । প্রয়োজনে পুলিশ কে লাঠি চার্জ ও করতে হয় । ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ডিএসপি চন্দন ঘোষ ও আইসি তুষারকান্তি কর । ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ।
ক্লাবদুটির আসবাবপত্র, দরজা জানলা ভাঙচুর করে তারা ।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমানথানার বিশাল পুলিসবাহিনী । এলাকায় পরিস্থিতি শিঘ্রই নিয়ন্ত্রণে আন্তে র্যাফও নামানো হয় । প্রয়োজনে পুলিশ কে লাঠি চার্জ ও করতে হয় । ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ডিএসপি চন্দন ঘোষ ও আইসি তুষারকান্তি কর । ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ।
0 comments:
Post a Comment