মুজাফ্ফর আহমেদ :বর্ধমান: ফের কচ্ছপ উদ্ধার ডাউন দুন এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের স্টেশনের জিআরপি অভিযান চালায়। পানাগড় স্টেশন পার হওয়ার পরই জেনারেল বগির সিটের নীচে ছ'টি ব্যাগ দেখতে পায় জিআরপি ।
তারপর বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ট্রেন থামলে জিআরপি কচ্ছপ ভর্তি ব্যাগ গুলি উদ্ধার করে ট্রেন থেকে নামায়। ছ'টি ব্যাগ থেকে মোট ১০২ টি কচ্ছপ উদ্ধার হয়। তার মধ্যে বেশ কয়েকটি কচ্ছপের দশ থেকে পনের কিলোগ্রাম। বনদপ্তরের হাতে কচ্ছপ গুলি তুলে দেওয়া হয়।
0 comments:
Post a Comment