জিআরপির অভিযানে বর্ধমান স্টেশনে ফের উদ্ধার ১০২ টি কচ্ছপ

মুজাফ্ফর আহমেদ :বর্ধমান: ফের কচ্ছপ উদ্ধার ডাউন দুন এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের স্টেশনের জিআরপি অভিযান চালায়। পানাগড় স্টেশন পার হওয়ার পরই জেনারেল বগির সিটের নীচে ছ'টি ব্যাগ দেখতে পায় জিআরপি ।
তারপর বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে ট্রেন থামলে জিআরপি কচ্ছপ ভর্তি ব্যাগ গুলি উদ্ধার করে ট্রেন থেকে নামায়। ছ'টি ব্যাগ থেকে মোট ১০২ টি কচ্ছপ উদ্ধার হয়। তার মধ্যে বেশ কয়েকটি কচ্ছপের দশ থেকে পনের কিলোগ্রাম। বনদপ্তরের হাতে কচ্ছপ গুলি তুলে দেওয়া হয়।
তবে পাচারকারীদের নাগাল পায় নি জিআরপি।চলতি মাসে ডাউন দুন এক্সপ্রেস থেকে এই নিয়ে দু'বার কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটলো। স্বাভাবিক ভাবেই বারে বারে ডাউন দুন এক্সপ্রেস থেকে কচ্ছপ উদ্ধারের ঘটনায় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment