লকগেট তোলার দাবীতে বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ

মুজাফ্ফর আহমেদ:বর্ধমান: ডিভিসির সেচখালের উপর লকগেট তোলা হচ্ছে না। কুনুরের জলে ভাসছে বাড়িঘর, জলের তলায় মাঠের ধান। লকগেট তোলার দাবীতে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ইটাচাঁদায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
ফলে অবরোধে আটকে পড়েছে যাত্রী বোঝাই বাস সহ বিভিন্ন যানবাহন। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে গোটা গুসকরায়।প্রতিবছরই বর্ষার সময় কুনুর নদীর জলে ভাসছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম,মঙ্গলকোট ও ভাতাড়ের বেশ কিছু এলাকা।
স্থানীয় বাসিন্দাদের দাবী ভাতাড়ের মাহাতার কাছে ডিভিসির সেচখালের উপর বছর তিনেক আগে লকগেট তৈরী হয়। ফলে জল নীচে নামছে না। কুনুরের জল আটকে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনটি ব্লকের বেশ কিছু বাসিন্দা ও ধানের জমি।
আরও অভিযোগ মাহাতা পঞ্চায়েতের প্রধান নিখিল মাঝির নেতৃত্বে এই লকগেট তৈরী করা হয়। লকগেট খুলতে গেলে নিখিল মাঝির নেতৃত্ব একদল লোক বাধা দিচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলে নি। তাই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে ঠিক এমন টাই জানাচ্ছে তারা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment