বিজেপিই একমাত্র পারে এক স্বচ্ছ বাংলা উপহার দিতে: লকেট

মুজাফ্ফর আহমেদ :বর্ধমান:বিমল গুরুং কি এমন ক্ষমতাবান যে তাকে ধরা যাচ্ছে না, বর্ধমানের ডিভিসি মোড়ের জেলা বিজেপির অফিসের সন্নিকটে এক দলীয় বৈঠক এ এই প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, এতো অস্ত্র কার, কোথা থেকে এলো। পুরো ঘটনার সিবিআই ও এনআইএ তদন্ত হোক।
শাসক দল কে কটাক্ষ করে তিনি সরাসরি বলেন পুলিশ কর্মীর মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্তদের সেখানে পাঠানো উচিত ছিল।জামালপুরে সভা করার আগে, শহরে মহিলামোর্চা দের নিয়ে একটি বৈঠক করেন, সেখানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন|
এই দিনের দলীয় কর্মি সভায় ৬০ থেকে ৬৫ জন উপস্থিত ছিলেন | এদিনের এই দলীয় ভাষণে তিঁনি আরও বলেন মানুষের কাছে আমাদেরকে পোঁছাতে হবে | তাঁদের সমস্যাকে তুলে ধরতে হবে সরকারের কাছে | আগামী দিনে বিজেপিই পারে একমাত্র বাংলায় সরকার গড়তে , বাংলার মানুষকে তৃণমুলের অপশাসন থেকে মুক্ত করে এক স্বচ্ছ বাংলা উপহার দিতে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment