গুরুদাসপুরে উপ নির্বাচন জিতে চাঙ্গা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্

Mostak Ahamed Jamader : পাঞ্জাবের গুরুদাশপুরে লোকসভা উপ নিবার্চনে বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করে কংগ্রেস প্রার্থী সুনীল জাখরের জয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বে চাঙ্গা ভাব ফুটে উঠেছে । কংগ্রেস হাইকমান্ডের নেতাদের দাবী আগামীদিনে গুজরাট , রাজস্থান ,মধ্যপ্রদেশ ,ছত্রিশগড় ,সহ বিজেপি শাসিত রাজ্যগুলিকে মোদী ম্যাজিকের ফানুস ফুটো করে কংগ্রেস আবার জনগনের সমর্থনে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় পৌঁছে যাবে । এদিকে গুজরাট ও হিমাচল প্রদেশে নিবার্চনের আগে বিজেপির চিন্তা বাড়িয়ে দিলো গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের উপ নিবার্চনের ফল ।কেরলে ও সুবিধা করতে পারলেন না অমিত শাহ । 
সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয় ও রাজস্থানের কলেজ গুলিতে ছাত্র সংসদের নির্বাচনে হারের মুখ দেখছে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি । এবার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়েও মুখ থুবড়ে পড়লো তাঁরা । দীপাবলির রবিবাসরীয় সকালটা ভাল গেল না বিজেপি নেতাদের । সকাল থেকেই একের পর এক হারের খবর । গত এপ্রিলে প্রয়াত হন দলের সাংসদ বিনোদ খান্না । ওই কেন্দ্রে প্রায় দুলক্ষ ভোটের ব্যাবধানে জিতেছেন কংগ্রেসের সুনিল জাখর । কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর প্রতিক্রিয়া , ' রাহুল গান্ধীকে দিপাবলির উপহারে পাঠালাম আমার । ' কংগ্রেসের রাজনৈতিক ম্যানেজাররা গুরুদাশপুরে জয়ের পর তাঁদের নেতৃত্বে কেরালায় ইউ ডি এফ প্রার্থীর জয় ও বিজেপি প্রার্থীর চতুর্থ স্থান অধিকার করার ঘটনাকে যথেষ্ট তার্থপর্যপুর্ণ বলে মনে করছেন । ২০১৪ সালে গুরুদাশপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রয়াত সাংসদ ও চিত্রাভিনেতা বিনোদ খান্না ৯টি বিঁধানসভা কেন্দ্রের মধ্যে ৮টি তে বিজয়ী হয়েছিলেন । এবার কংগ্রেস প্রার্থী সুনিল জাখর ৯টি বিঁধানসভা কেন্দ্রেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment