সিপিএমএর পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব দলের প্রাক্তন পলিটবুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ধারাবাহিক অসুস্থতায় যথেষ্ট চিন্তায় আছেন |সিপিএমএর বেঙ্গল লবি দলের সাধারন সম্পাদক সীতারাম ইয়াচুরিকে সঙ্গে নিয়ে পার্টির পরবর্তী হায়দ্রাবাদ কংগ্রেসে বিজেপি বিরোধিতায় বৃহত্তর রাজনৈতিক জোট নিয়ে যখন তৎপর সেই সময় কট্টর বিজেপি বিরোধী ও কংগ্রেস সম্পর্কে নরম বুদ্ধদেব ভট্টাচায্য এর অসুস্থতায় যথেষ্ট চাপে পরে গেছেন |বেঙ্গললিয়ন পন্থীদের রাজনৈতিক লাইনের পরামর্শদাতা হলেন বুদ্ধদেব ভট্টাচার্য যিনি এখন অসুস্থ |
দলীয় সূত্রে জানা গেছে ,হাসপাতাল এ না গিয়ে বাড়িতেই চিকিৎসা করিয়ে ঘরবন্দি প্রাক্তন মূখ্যমন্ত্রী |হাঁটাচলা বারণ |তবে নিয়ম করে আলিমুদ্দিন এ যান |সম্প্রতি সিপিএমএর আলিমুদ্দিন স্ট্রীটের রাজ্য পার্টি অফিসেই অসুস্থ হয়ে পরেন বুদ্ধদেববাবু |নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল |দলের কর্মীরাই ডক্টরকে খবর দেন |পরে আসেন তার ব্যাক্তিগত চিকিৎসক |হাসপাতালে ভর্তির তোড়জোড় চললে বাধা দেন্ মূখ্যমন্ত্রী |শেষ পর্যন্ত বাড়িতেই তার শ্বাসজনিত অসুস্থতার চিকিৎসার ব্যাবস্থা করা হয় |জরুরি প্রয়োজনে সিপিএম নেতারা তার বাড়ীতে গিয়ে নানা ইসুতে রাজনৈতিক পরামর্শ নেবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল |এদিকে বুদ্ধদেববাবুর শ্বাসজনিত অসুস্থতার জন্য দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ,ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ অনেকেই উদ্বিগ্ন হয়ে তাঁর খোঁজখবর রাখছেন |
0 comments:
Post a Comment