Indiapost24 Desk:সাম্প্রদায়িকতার বিপদ, রাজনৈতিক সন্ত্রাস ও হিংসা, কৃষকদের নানা সমস্যা সহ একাধিক ইস্যুতে 22 শে অক্টোবর থেকে CPM সহ বাম দলগুলি রাজ্যের বিভিন্ন অংশে মিছিল, জাঠা বার করার কর্মসূচি গ্রহণ করেছেন..আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ বাংলায় হারানো গণভিত্তি ফিরে পেতেই বামেরা জাঠা বার করার কর্মসূচি নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল ..
রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রবীণ সিটু নেতা শ্যামল চক্রবর্তী, দলের সংসদ মাহমুদ সেলিম,বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী সহ সিপিএম ও বাম দল গুলির একাধিক নেতা নতুন করে রাজ্যে বামপন্থীদের জনসংযোগ অভিযানে অংশ নিতে চলেছেন.
রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রবীণ সিটু নেতা শ্যামল চক্রবর্তী, দলের সংসদ মাহমুদ সেলিম,বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী সহ সিপিএম ও বাম দল গুলির একাধিক নেতা নতুন করে রাজ্যে বামপন্থীদের জনসংযোগ অভিযানে অংশ নিতে চলেছেন.
0 comments:
Post a Comment