Indiapost24 Desk: ইউপিএ জামানার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা রাজ্যসভা এর কংগ্রেস নেতা Pee চিদাম্বরম গুজরাটের ভোটের দিন এখনো ঘোষণা না হওয়ায় সরাসরি নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন.. তার তীর্যক টুইট, গুজরাট সরকার সমস্ত ছাড় ও প্রতিশ্রুতি ঘোষণার পর নির্বাচন কমিশনের শীত ঘুম ভাঙবে.. তিনি আরো ও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুজরাটের ভোটের দিন ঘোষণার দায়িত্ব দিয়েছে কমিশন.. প্রধানমন্ত্রী তার শেষ প্রচার সভায় সেই দিন ঘোষণা করবেন ..গুজরাটের নির্বাচনের দিন এখনো ঘোষণা না হওয়ায় কংগ্রেস পার্টি এই নিয়ে প্রতিবাদে আগেই সোচ্চার হয়েছে.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment