পাহাড় নিয়ে দাবি সিপিআরএমের

দার্জিলিং পার্বত্য এলাকার বর্তমান পরিস্থিতি ও গোর্খাল্যান্ড পৃথক রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের ত্রি-পাক্ষিক বৈঠক ডাকা জরুরি বলে আগেই মত প্রকাশ করেছেন ক্যালিংপঙ এর প্রাক্তন বিধায়ক তথা জন  আন্দোলন পার্টির নেতা হড়কা  বাহাদুর  ছেত্রী .. এদিকে হড়কা  বাহাদুর ছাত্রীকে পিছিয়ে দিয়ে গোর্খাল্যান্ড রাজ্যের দাবির পাশে সর্বদলীয়  আলোচনায় বিমল গুরুংয়ের উপস্থিতি জরুরি বলে মনে করছেন দার্জিলিং পর্বত্য এলাকার বামপন্থী রাজনৈতিক দল সি পি আর এম  ..দলের নেতা গোবিন্দ ছেত্রী দাবি তুলেছেন যে, দার্জিলিং সমস্যার সমাধানে যদি রাজ্য সরকার আন্তরিক হয়েই  থাকেন তাহলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গ  কে  অবশ্যই আলোচনার টেবিলে নিয়ে আসা উচিত এবং পাশাপাশি  সরকার তার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করেছেন আলোচনার টেবিলে আনার জন্য তা স্থগিত রাখাও জরুরি বলে মনে করেন সিপি আর এম নেতা গোবিন্দ ছেত্রী .. জন্ আন্দোলন পার্টির পর সিপিএমের মনোভাব এ  স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন বিনয় তামাং ও অনিত ঠাপারা  এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল..

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment