মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল বিজেপির

স্নেহাশিষ মুখার্জি :বিজেপি শাসিত মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করায় স্বস্তি নেমে এলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে | সাম্প্রতিক একাধিক উপনির্বাচনে ও ছাত্র সংসদ নির্বাচনে বিজেপির খারাপ ফল হওয়ায় গুজরাট বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট চাপে ছিলেন নরেন্দ্রমোদী , অমিত শাহেরা | কিন্তু পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্রে দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করায় যথেষ্ট স্বস্তিতে বিজেপি | যদিও রাজনৈতিক মহল মনে করছেন যে এন সি পি ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে থাকায় বিজেপি বিরোধী ভোট ভাগ থেকে সুফল কুড়িয়েছে মোদী সরকার | মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় দফায় ১৬ টি জেলায় মোট ৩৬৯২ আসনে ভোটগ্রহণ করা হয় | মোট ১৩১১ টি আসনেই জয়ী হোয়েছে বিজেপি | উদ্ভব ঠাকরের দল এন সি পি পেয়েছে ২৯৭ টি আসন | সম্প্রতি পাঞ্জাব ও কেরলে উপনির্বাচনে ভরাডুবি বিজেপির | সেদিক থেকে মহারাষ্ট্রের ফল দলকে অনেক খানি চাঙ্গা করবে |দলের ফলে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীও | টুইটারে প্রধানমন্ত্রীর বার্তা , দ্বিতীয় দফায় খুব ভাল ফল হোয়েছে | ধন্যবাদ মহারাষ্ট্র | বিজেপির উপর মানুষের আস্থা আমাদের আরও পরিশ্রম করার অনুপ্রেরণা দেবে | রাজ্যের ভান্ডারা জেলায় বিজেপির দখলে ১৯১ টি আসন | সিন্ধু দুর্গ জেলার দল জিতেছে ৭১ আসনে ও গন্ডিয়া জেলায় জিতেছে ১৪৭ আসনে | কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশের দত্তক নেওয়া গ্রাম ফেটরিতে বিজেপির প্রার্থীকে হারিয়ে দিয়েছেন কংগ্রেস এন সি পি জোট প্রার্থী |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment