বর্তমান বিশ্বের নারী শাসকগণ

এদিন ব্রিটিশ প্রভাবশালী সংবাদপত্র "গার্ডিয়ান"র প্রতিবেদনে প্রকাশিত এক তথ্যে উঠে এসেছে যে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি ১৩ বছর ধরে ক্ষমতায় আছেন। এর মাধ্যমে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফকে পেছনে ফেলেছেন।
প্রতিবেদনটিতে  আরো বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা প্রায় নয় বছর ধরে দেশ শাসন করেছেন। তার আগে আরো পাঁচ বছর তিনি ক্ষমতায় ছিলেন।
গার্ডিয়ান জানায়, নারী শাসকরা জাতিসঙ্ঘভুক্ত দেশগুলোর মধ্যে ৭ ভাগেরও কম অংশ শাসন করছেন।
সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে নিউজিল্যান্ড। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জেসিন্ডা আর্ডেন। তিনি দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী এবং ১৫০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ শাসক।
যে ১৩ জন নারী এখন সরকারপ্রধান তাদের ৬ জনই ইউরোপীয় দেশগুলোর নেতা, দু’জন দক্ষিণ আমেরিকার। যাদের চারজনই তাদের দেশের প্রথম নারী সরকারপ্রধান।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment