আমেরিকার দেখানো পথেই হাটলো ইসরায়েল

আমেরিকার পর এবার জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলো ইসরায়েল। শুক্রবার  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, ইউনেস্কো ইস্যুতে ওয়াশিংটনের পদাঙ্ক অনুসরণ করবে।

এদিন ইউনেস্কো’র বিরুদ্ধে ‘ইসরায়েল-বিরোধীদের প্রতি পক্ষপাতদুষ্ট’ আচরণের অভিযোগ তুলে,সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করে আমেরিকার ।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, প্যারিসে সংস্থাটির প্রধান কার্যালয়ে মার্কিন প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের এই সিদ্ধান্তে হতাশা জানিয়েছে ইউনেস্কো।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতুরেসের মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই ভাবে সরে যাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে ব্যাখ্যা  করেছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment