বাবা-মা,ছেলেকে নিয়েও সংসার হয় : টলিউড সুন্দরী শ্রাবন্তী

গত বছর বেশ ধুমধাম করেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কৃষাণ ব্রজ যাদবের সঙ্গে হয়ে ছিল শুভ bebaho। কিন্তু এবারেও সংসারটা তা টিকলো না । বিয়ে ও বিচ্ছেদের জন্য প্রায় এক বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শ্রাবন্তী।

 সম্প্রতি নিজের বিচ্ছেদ ও আসন্ন চলচ্চিত্র নিয়ে শ্রাবন্তী কথা বলেছেন এক দৈনিক সংবাদ মাধ্যম এর  সঙ্গে। সেখানেই নিজের  বিবাহ বিচ্ছেদ  নিয়ে বেশ খোলামেলাভাবেই কথা বলেছেন টলিউড সুন্দরী শ্রাবন্তী.


বিচ্ছেদের পরবর্তী কষ্ট ও হতাশা নিয়ে তিনি  বলেন, ‘আমি খুব আবেগ প্রবণ। সংসার করতে ভালোবাসি। কিন্তু এখন মনে হয়, শুধু বর থাকলেই সংসার হবে- এমন নয়। বাবা-মা, ছেলেকে নিয়েও সংসার হয়। প্রতিটা মেয়েই চায় সংসার করতে। কিন্তু আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে।"

কিন্তু কে ভাবে এই বিচ্ছেদ ? সেই প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি।প্রসঙ্গত উল্লেখ্য এর আগে চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ও  ঝিনুক নামের একটি পুত্র সন্তানের জন্ম হয়।ঝিনুক এখন  ক্লাস এইট এ পড়ছে.

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment