মোদী সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের সম্পর্কে তাঁদের সরকারের কড়া মনোভাবের কথা বার বার জানিয়ে এসেছে ..
মাওবাদীদের সঙ্গে মোদি সরকার কোন আলোচনায় যেতে রাজি নয় তবে সশস্ত্র পথ ছেড়ে মাওবাদীরা যদি ভারতীয় গণতন্ত্রের মূল স্রোতে ফেরে তবে তাদের কে স্বগত জানাবে তা বার বার ই মোদি প্রশাসন এর পক্ষ থেকে জানিয়ে দেয়া হোচ্ছে ..
মোদি সরকার মনে করছে অভ্ভন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মাও বাদীরাই দেশে সব থেকে বড় চ্যালেঞ্জ ..তবে মোদি সরকারের আমলে মাও বাদীরা যে অনেকটা প্রভাব হারিয়েছে সে ব্যাপার এ এখন ও একমত পর্যবেক্ষক মহল ..
তাই মাও বাদীদের সংগে কোন রখম শান্তি আলোচনার সম্ববনাকে উড়িয়ে দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে তরফ থেকে ..
0 comments:
Post a Comment