ডোলান্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর সন্ত্রাসবাদের প্রশ্নে বর্তমান মার্কিন প্রশাসন পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিচ্ছে তাতে খুশি নয়াদিল্লীর সাউথ ব্লক |পাকিস্তানি সন্ত্ৰাসবাদী সংগঠন লস্করে তৈবা বিশ্বের বিভিন্ন দেশে বহু নিরাপদ মানুষের হত্যা ,লস্করে মার্কিন নাগরিকদেরও হত্যা করা হয়েছে |ফলে মার্কিন প্রশাসন পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে সন্ত্রাসবাদকে নির্মূল করার যে পরামর্শ দিয়েছে তাতে খুশি নয়াদিল্লী |
উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাদের ভূমিকায় মার্কিন প্রশাসন দিল্লির পাশে থেকে বার্তা দেয়ায় একদিকে পাক প্রশাসন যখন অসস্তিতে ,সাউথ ব্লক এ তখন খুশির হাওয়া |ভারতের বিদেশ মন্ত্রক মনে করছে ওয়াশিংটন পাকিস্তানে তৈরি সন্ত্রাসবাদ এর বিপদকে আঁচ করতে পেরেছে |
পাকিস্তান সন্ত্রাসবাদীরা ভারতে যে ছায়াযুদ্ধ ও কাশ্মীরে সন্ত্রাস চালিয়ে গেছে তাকে নিয়ন্ত্রন করতে কঠোর হচ্ছেন ট্রাম্প প্রশাসন এমনটাই মনে করছে ভারতে এর বিদেশ দপ্তর |নরেন্দ্র মোদি এর সরকার পাকিস্তানে এর বিরুদ্ধে সন্ত্রাসবাদ এর যে অভিযোগ তুলছিলেন তার সারবত্তা বুঝেছে ট্রাম্প প্রশাসন |তবে পাকিস্তান যে একের পর এক সন্ত্রাসবাদ ,ছায়াযুদ্ধ ,ভারতে সীমান্তপার সন্ত্রাস নিয়ে যে একেবারে কোনঠাসা সে বিষয়ে একমত কূটনৈতিক মহল |
0 comments:
Post a Comment