মোদীকে আবার ক্ষমতায় ফেরাতে গেরুয়া শিবিরে তৈরি ব্লুপ্রিন্ট

NNS:গুজরাট ,ছত্রিশগড় ,মধ্যপ্রদেশ ,রাজস্থানের মত বিজেপি শাসিত রাজ্যে নির্বাচনে জিততে বিজেপি কর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন |একই সঙ্গে আর এস এসের কর্মীরা ও সর্মথকরা বিজেপি শাষিত রাজ্যে যাতে কংগ্রেস দাঁত না ফোঁটায় তাই আগাম কর্মসুচি নিয়ে ফেলেছেন |বিধানসভা নির্বাচনে কংগ্রেস কেই হারিয়ে বিজেপিকে ক্ষমতায় ফেরাতে পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করা |প্রতিটি কেন্দ্র ধরে ধরে রণকৌশল ঠিক করেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ |দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পূর্ণ সময়ের কৰ্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি |পশ্চিমবঙ্গে ফুল টাইমারও ক্যাডার ভিত্তিক রাজনীতির একচ্ছত্র আধিপত্য সিপিএমএর |সেই কৌশলেই বিরোধীদের মাত দিতে চাইছে অমিত শাহ |দেশের ৪১২০ বিধানসভা কেন্দ্রে একজন করে কৰ্মী নিয়োগ করা হবে |ইতিমধ্যেই বিজেপিতে ৩২০০ জন ফুলটিইমার নিয়োগ করা হয়েছে |তার মধ্যে ১০০জন মুসলিম ও খিষ্টান সম্প্রদায়ের |বিজেপি সূত্রে খবর ৪১২০ জনের ফুলটাইমার নিয়োগ করা হবে |অমিত শাহ নিজে ফুলটাইমার দের সঙ্গে বৈঠক করেছেন |গত ১ বছর ধরে ৩ লক্ষ বুথ ভিত্তিক কৰ্মী নিয়োগ করছে বিজেপি |দেশের ১০ লক্ষ বুথে একজন করে সদস্য রাখার লক্ষ্য নিয়েছেন অমিত শাহ |আর এস এস থেকে সম্প্রতি বিজেপি তে এসেছেন শিবপ্রকাশ |
তাকে সাহায্য করবেন অনিল জৈন ,মুরালিধর রাও ও বিনয় সহস্রবুদ্ধি |ইতিমধ্যেই ৮৮ টি প্রশিক্ষন শিবির করেছে বিজেপি |অমিত শাহ যখন এসব করেছেন তখন বিরোধিরা ছন্নছাড়া |সেই সুযোগেই বিজেপি কেই গন্তব্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর মোদীর সেনাপতি অমিত ভাই |যদিও গুজরাট নির্বাচন কে পাখির চোখ করেছেন গেরুয়া শিবিরের নেতারা |কারন গুজরাটে ২২ বছর ক্ষমতায় থাকার প্রতিষ্ঠান বিরোধি মানসিকতা তৈরি হয়েছে |দলিত ও মুসলিমদের নিয়ে কংগ্রেস বিজেপিকে ঘা দিতে সক্ষম হওয়ায় নরেন্দ্র মোদী -অমিত শাহ রা আগাম রাজনৈতিক ও সাংগঠনিক সতর্কতা গ্রহন করছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment