গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে অগ্নিকাণ্ড

ভোর রাতে সাউথ ব্লকের রাইসিনা হিলসে নরেন্দ্র মোদীর দফতরে ধোঁয়া বেরোতে  দেখা যায়৷ দফতরের ২৪২ নম্বর ঘর থেকে ধোঁয়া উড়তে  দেখা যায়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় দমকলে৷ ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্ত্বে আনে।
 সূত্রে খবর,রাত সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর অফিসের দোতলায় ২৪২ নম্বর ঘরে এই আগুন লাগে।তবে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত সেখানে পৌঁছে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেষ রাতে এই ঘটনা ঘটায় কারও শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস কর্মকর্তা গুরমুখ সিং জানান, কম্পিউটারের জন্য ব্যবহৃত একটি ইউপিএসের বিস্ফোরণে এ ঘটনা ঘটে। 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment