দার্জিলিং-এ এস আই অমিতাভ মল্লিক মৃতুর ঘটনায় এন আই এর তদন্তের দাবী



দার্জিলিংএ পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্তুর ঘটনায় এন আই এর বিমল গুরুং বিরোধী গোর্খা জনমুক্তি মোর্চা এর নেতা তথা জি টির চেয়ারম্যান বিনয় তামাং |

আগামী সোমবার নবান্নে পাহাড় নিয়ে বৈঠকের আগে এর এদিন বিনয় তামাং -অনিত থাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসেন |বিনয় তামাং রাজ্য সরকারের কাছে বকেয়া উন্নয়ন প্রকল্প দ্রুত চালু করার আর্জি জানিয়েছেন |

বিনয় তামাং রাজ্য বলেছেন ,বাইরে থেকে কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে অশান্তি ছড়াতে মদত দিচ্ছে ,এটা কাম্য নয় |



ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত |ঘটনার তিব্র নিন্দা করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব |বিমল গুরুংয়ের খোঁজে বৃহস্পতি বার থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ |সকাল ৬ টা থেকেই শুরু হয় গুলির লড়াই |টানা ২ ঘন্টা লড়াই এ মৃত্তু হয় এস আই অমিতাভ মল্লিক এর |

এই ঘটনায় বিনয় তামাং মনে করেন বাইরে থেকে কোন শক্তির মদত আছে |পাশাপাশি রাজ্য পুলিশকে এই ঘটনার করা পদক্ষেপ নিতে বলেন |পাহাড়ে শান্তি বিঘ্নিত হচ্ছে |এটা পর্যটনের মরশুম ,পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়ছে.
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment