দার্জিলিংএ পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্তুর ঘটনায় এন আই এর বিমল গুরুং বিরোধী গোর্খা জনমুক্তি মোর্চা এর নেতা তথা জি টির চেয়ারম্যান বিনয় তামাং |
আগামী সোমবার নবান্নে পাহাড় নিয়ে বৈঠকের আগে এর এদিন বিনয় তামাং -অনিত থাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসেন |বিনয় তামাং রাজ্য সরকারের কাছে বকেয়া উন্নয়ন প্রকল্প দ্রুত চালু করার আর্জি জানিয়েছেন |
বিনয় তামাং রাজ্য বলেছেন ,বাইরে থেকে কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে অশান্তি ছড়াতে মদত দিচ্ছে ,এটা কাম্য নয় |
ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত |ঘটনার তিব্র নিন্দা করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব |বিমল গুরুংয়ের খোঁজে বৃহস্পতি বার থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ |সকাল ৬ টা থেকেই শুরু হয় গুলির লড়াই |টানা ২ ঘন্টা লড়াই এ মৃত্তু হয় এস আই অমিতাভ মল্লিক এর |
এই ঘটনায় বিনয় তামাং মনে করেন বাইরে থেকে কোন শক্তির মদত আছে |পাশাপাশি রাজ্য পুলিশকে এই ঘটনার করা পদক্ষেপ নিতে বলেন |পাহাড়ে শান্তি বিঘ্নিত হচ্ছে |এটা পর্যটনের মরশুম ,পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়ছে.
0 comments:
Post a Comment