ভাইজানের নতুন ছবি 'ভারত'

বলিউড সুপারস্টার সালমান খান, প্রতিবছর ঈদে তার অন্তত একটি ছবি হলেও মুক্তি পায়। গত বেশ কয়েক বছর ধরে এমনটাই চলে আসছে।আগামী বছর ঈদে তার কোন ছবি মুক্তি পাবে সেটা যদিও এখন ও জানা যায়নি। তবে, ২০১৯ সালে ঈদে মুক্তি পেতে চলেছে ভাইজানের আরো এক নতুন ছবি 'ভারত'।  ছবিটি পরিচালনা করবে আলি আব্বাস জাফর।সূত্রের খবর অনুযায়ী এই ছবির পরিচালক ও প্রযোজকের মতে, 'ভারত' ছবিটি নায়কের ভূমিকায় থাকবেন সালমান খান । অন্য একটি ছবি থেকে অনুপ্রেরিত হলেও, ছবির গল্প একটা দেশের পাশাপাশি এক ব্যক্তির জীবনের গল্প চিত্রিত হবে খুবই নিপুণ ভাবে ।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment