বলিউড সুপারস্টার সালমান খান দিওয়ালি উপলক্ষে তার ভক্তদের জন্য দিয়েছেন এক উপহার । উপহারটি আর কিছু নয় তবে বহুচর্চিত তার পরবর্তী ক্রিসমাস রিলিজ 'টাইগার জিন্দা হ্যায়' সিনেমার পোস্টার।এদিন সকালে সালমান খান মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই সিনেমার পোস্টার শেয়ার করেন তার আপামর ভক্ত দেড় জন্য ।
এই সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে তার প্রাত্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। অস্ট্রিয়া ও মরক্কোয় এবং সংযুক্ত আরব আমিরাত, 'টাইগার জিন্দা হ্যায়' সিনেমার শুটিং হয়েছে।
সালমান খান অভিনীত তার সর্বশেষ সিনেমাটি ‘টিউবলাইট’ তেমন সাড়াজাগাতে পারেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা সালমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সিনেমাটি 'এক থা টাইগার' সিনেমা এর সিক্যুয়াল। এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। আসন্ন ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।
এই সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে তার প্রাত্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। অস্ট্রিয়া ও মরক্কোয় এবং সংযুক্ত আরব আমিরাত, 'টাইগার জিন্দা হ্যায়' সিনেমার শুটিং হয়েছে।
সালমান খান অভিনীত তার সর্বশেষ সিনেমাটি ‘টিউবলাইট’ তেমন সাড়াজাগাতে পারেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা সালমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সিনেমাটি 'এক থা টাইগার' সিনেমা এর সিক্যুয়াল। এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। আসন্ন ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।
0 comments:
Post a Comment