দিলীপ বলেছেন , বিজেপিতে আসতে গেলে কেউ মুকুল রায়ের হাত ধরবেন কেন? আমার হাত ধরেই সবাই বিজেপিতে আসবেন |তবে মুকুলকে দল এখনই কোন বড় দায়িত্ব দিচ্ছে না | বরং পুরনো ও নতুনদের দ্বন্দ যাতে দলের মধ্যে বিরোধ তৈরি না হয় সে বিষয়ে বিজেপি নেতারা সতর্ক ১০ ই নভেম্বর কলকাতার ধর্মতলার সভায় মুকুলকে কিভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সেদিকে লক্ষ্য সবার | যদিও বিজেপির ধর্মতলার সভার প্রচারপত্র , পোস্টার ও হোডিংএ কোথাও মুকুল রায়ের নামগন্ধ নেই | মুকুল অবশ্য এই সভামঞ্চ থেকেই বিজেপির রাজনিতিতে আত্মপ্রকাশ করতে চান | বিজেপির শীর্ষ নেতারা অব্যশই রাজ্যে দলের দুর্বলতা কাটাতে যে মুকুলের উপর ভরসা রাখছেন সেটা বোঝা গেছে কয়েকদিনে দিল্লীতে বিজেপির শীর্ষ নেতাদের সংগে ঘন ঘন বৈঠকে | বিজেপিতে যোগ দেবার আগে ওপরে সভাপতি অমিত শাহের সংগে মুকুল রায় একাধিক বার বৈঠক করেছেন | অরুন জেটলি , রাজনাথ সিংহের সংগেও মুকুল রায় সৌজন্য সাক্ষাৎকার করেছেন | যদিও মুকুল রায়ের বিজেপিতে যোগদানকে বাম শিবির কঠোর ভাবে আক্রমণ করে অভিযোগ তুলেছেন যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাকে বিজেপি দলে টেনে নিজের তথাকথিত স্বচ্ছতার চরিত্র মানুষের কাছে তুলে ধরেছেন | বামেরা বিজেপির বাড়বাড়ন্ত ঠেকাতে এবার জোরদার প্রচার অভিযানে নামতে চলেছে | অন্যদিকে মুকুল রায়কে নিয়ে রাজ্য বিজেপির অস্বস্তি যে বাড়বে সে বিষয়ে একমত রাজনৈতিক মহল |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment