Indiapost24 Desk:নিহতদের পরিবারের একান্ত সাহায্যার্থে ,কলকাতা পুলিশের নতুন উদ্যোগে এবার অনলাইনে মিলবে নয়ন ময়নাতদন্তের রিপোর্ট..আর এই সহজলোভ্ভো পরিষেবাটি পেতে হলে "pmr.kolkatapolice.org" ওয়েবসাইট টিতে লগ ইন করতে হবে, এরপর ময়নাতদন্তের সঠিক তারিখ ও মোবাইল নাম্বার দিলেই ওটিপি পা্ওয়া যাবে, তারপর ওই ময়নাতদন্ত রিপোর্ট কি করে পাওয়া যাবে তার যথাযথ নির্দেশাবলী মোবাইলে পাঠানো হবে, ফলে এই রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে এটি হবে অনেক সহজ,স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে.. পাশাপাশি চিরাচরিত প্রথায় রিপোর্ট পাওয়ার প্রণালী ও bolobot থাকছে..মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন e-গভর্নেন্স এর উপর আর এটি তারই একটি প্রয়াস মাত্র..
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment