দার্জিলিঙে তৎপর এনআইএ

NNS:দার্জিলিঙে  গোর্খা জনমুক্তি মোর্চার বন্ধের সময় বিভিন্ন বিস্ফোরক ও নাশকতার ঘটনা নিয়ে শেষ পর্যন্ত এনআইএ তদন্ত শুরু করে দিল.. মোর্চার আত্মগোপন থাকা  সভাপতি বিমল গুরুং এনআইএ-র তদন্তের দাবি জানিয়েছিলেন.. বিভিন্ন বিস্ফোরণ ও নাশকতা কে কেন্দ্র করে রাজ্য প্রশাসন বিমল  গুরুং,রোশান  গিরী সহ কয়েকজন মোর্চার  নেতার বিরুদ্ধে UAPA আইনে গ্রেফতারি পরোয়ানা জারি করে.. এরপর কেন্দ্র  এনআইএ-র তদন্তের নির্দেশ দেয়..কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আত্মগোপনে থাকা বিমল গুরুং ..ওপর দিকে  বিনয় তামাংও এনআইএ-র এর তদন্তকে সমর্থন দিয়েছেন..  চকবাজারের বিস্ফোরণ কাণ্ডের পর বিমল  গুরুং  প্রথম এনআইএর তদন্তের দাবি তোলেন.. মোর্চার অভিযোগ ছিল যে  কোনো  তদন্ত না করেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্য প্রশাসন UAPA ধারায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment