নেপালে প্রভাব বৃদ্ধিতে তৎপর চীনা কূটনীতি ..

NNS:শুধু বাংলাদেশ ,মায়ানমার ,শ্রীলংকা ,মালদ্বীপ নয় ,নেপালে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বাড়াতে মরিয়া চিনা কূটনীতিবিদরা |নেপালের রাজধানী কাঠমান্ডুতে চিনা দূতাবাস নেপালে রাজনৈতিক ,কুটনৈতিক ,আর্থিক ও বাণিজ্যিক প্রভাব বাড়াতে নেপালের মাওবাদী ও বামপন্থী গোষ্ঠীর সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন |ভারতীও সোসালিস্টদের ভাবা দর্শে তৈরি বি পি কৈরালার নেপালি কংগ্রেসের মধ্যে ভারত বিরোধি ও চীনপন্থী লবি তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে চীন এমন সংবাদ উঠে এসেছে |
ইউ পি এ জমানায় মনমোহন সিং ,প্রণব মুখোপাধ্যায় প্রমুখরা নেপালি মাওবাদীদের শীর্ষ নেতা তথা প্রাক্তণ প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল তথা প্রচন্ডের সঙ্গে ভারত নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্যে কুটনৈতিক ও রাজনৈতিক স্তরে বহুবার তৎপর হয়েছিলেন |মাওবাদী নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডর ব্যাক্তিগত বন্ধু সিপিএমএর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাটকে ভারত -নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে নেপালি মাওবাদীদের সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক গড়ে তোলার জন্য অনুরোধ করেছিলেন |
ইয়েচুরি কারাটরা নেপালি মাওবাদিদের চিনমুখী মনোভাব থেকে ভারতবন্ধু মনভাব গড়ে তোলার জন্য ভূমিকা গ্রহণ করেছিলেন |কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি এর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নেপালে ক্রমবর্ধমান চিনা প্রভাব কমাতে কুটনীতি বা রাজনীতির কোন প্রভাব লক্ষ করা যাচ্ছে না |পর্যবেক্ষকরা মনে করছেন বিদেশ মন্ত্রি সুষমা স্বরাজ তেমন তৎপর নন |
বিদেশসচিব মোদির আস্থাভাজন এস জয়শঙ্করকে নেপাল নিয়ে তৎপর হওয়ার নির্দেশ দিলেও নেপালে চিনা প্রভাব রোধ করতে ভারতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা সম্ভব |পর্যবেক্ষকদের মতে প্রচন্ডের ব্যক্তিগত বন্ধু কারাট -ইয়েচুরিদের নেপালে ভারতীয় কুটনীতি প্রসারের জন্য তাদের সহযোগিতা নিশ্চিত করা উচিত বিদেশ দপ্তরের |
নেপালে চিনা প্রভাব দূর করতে না পারলে পরিস্থিতি ভারতের হাতের বাইরে চলে যাবে |এদিকে নেপালে কট্টর ভারত বিরোধি অবস্থান নিয়ে চলা কমিউনিস্ট পার্টি অফ নেপাল ও কমিউনিষ্ট পার্টি মাওবাদী কমিউনিষ্ট পার্টি গণশক্তি গোষ্ঠীকে একত্র করার চেষ্টা চালাচ্ছে চিন |নেপালে চিন অর্থনৈতিক ,রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলে নেপালকে চিনের বন্ধু ও ভারত বিরোধি রাষ্ট্রে পরিণত করার দির্ঘমেয়াদি 
পরিকল্পনা রয়েছে..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment