উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্য সরকারের

Indiapost24 Desk:উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাষ্টার প্লান হাতে নিয়েছে রাজ্য |মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পণা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন |সেচমন্ত্রী বিধানসভায় বলেন ,'১৯ টি জেলার ১৪১১ টি জায়গা ক্ষতিগ্রস্ত হোয়েছে |প্রাথমিকভাবে হিসাব ৪১৩ .১০ কোটি টাকার নদী বাঁধের ক্ষতি হোয়েছে |মালদহে জল দেরিতে নামাই ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে |রাজ্য নিজে টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছে '|উত্তরবঙ্গে যে দুই মাষ্টার প্লান হাতে নেওয়া হোয়েছে তার মধ্যে একটি কোচবিহার ,আলিপুরদুয়ার ,দার্জিলিং ,জলপাইগুড়িকে নিয়ে |এই ক্ষেত্রে পরামর্শ দাতা নিয়োগ করা হচ্ছে |অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে |এক্ষেত্রে পরামর্শদাতা সংস্থা কে নিয়ে কাজ করানো শুরু হোয়েছে |
পূর্ণাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে |ফুলহার ,টাঙ্গন ,আত্রেয়ী সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে |মুখ্যমন্ত্রী নিজেই উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন |এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের থেকে টাকা নেওয়া হবে |প্রসঙ্গত রাজ্য নিজেই কান্দি মাষ্টার প্লানের ৭০% কাজ করে ফেলেছে |নিম্ন দামোদরের কাজ হলে বর্দ্ধমান ,হুগলি ,হাওড়ার বহু অংশের মানুষ উপকৃত হবেন |কাজ চলছে পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের |




(source-AITC)
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment