Indiapost24 Desk:বাংলাকে নতুন অলিম্পিয়ান শুটার দিতে অভিনব কলকাতা পুলিশের |বিমানের শুটিং রেঞ্জ আগেই তৈরি হয়েছিল পুলিশ ট্রেনিং স্কুল এ |যার নাম মডার্ন শুটিং রেঞ্জ |সেটা এবার উন্মুক্ত হল আম বাঙালির জন্য |যাতে বাংলা থেকে ঊঠে আসে নতুন শুটার |পুরো প্রক্রিয়ার দায়িত্বে এক জন আইপিএস যিনি নিজেই এই বিষয়ে সিদ্ধহস্ত ও
যিনি নিজে জাতীয় স্তরের পিস্তল শুটার |কদিন আগে পুলিশের ফেসবুক পেজ এ বিজ্ঞাপন দেওয়ার পর সারা পরে যায় |আবেদন করেছেন প্রচুর মানুষ শুটিং করার জন্য |কলকাতায় শুটিংয়ের কতগুলো একাডেমি রোয়েছে |কিন্তু খরচ এত বেশি যে ,ইচ্ছে থাকলেও শ্যুটিং ইভেন্টের দিকে পা বাড়াতে পারেন না অনেক মানুষ ই |পুলিশের এই উদ্যোগ তার ও সমাধান রোয়েছে |যারা শ্যুটিং প্র্যাক্টিস করবে তাদের মাসিক ২০০ টাকা চাঁদা দিতে হবে |ভারতে দিল্লি সহ অনেক জায়গাতেই পুলিশের এমন শ্যুটিং রেঞ্জ আছে |যেখানে সাধারণ মানুষরাও শ্যুটিং প্র্যাক্টিস করেন |পুলিশের অনেক মানবিক মুখ দেখেছে রাজ্য .খেলোয়াড়ি উদ্যোগ এই প্রথম |
(source-AITC)
যিনি নিজে জাতীয় স্তরের পিস্তল শুটার |কদিন আগে পুলিশের ফেসবুক পেজ এ বিজ্ঞাপন দেওয়ার পর সারা পরে যায় |আবেদন করেছেন প্রচুর মানুষ শুটিং করার জন্য |কলকাতায় শুটিংয়ের কতগুলো একাডেমি রোয়েছে |কিন্তু খরচ এত বেশি যে ,ইচ্ছে থাকলেও শ্যুটিং ইভেন্টের দিকে পা বাড়াতে পারেন না অনেক মানুষ ই |পুলিশের এই উদ্যোগ তার ও সমাধান রোয়েছে |যারা শ্যুটিং প্র্যাক্টিস করবে তাদের মাসিক ২০০ টাকা চাঁদা দিতে হবে |ভারতে দিল্লি সহ অনেক জায়গাতেই পুলিশের এমন শ্যুটিং রেঞ্জ আছে |যেখানে সাধারণ মানুষরাও শ্যুটিং প্র্যাক্টিস করেন |পুলিশের অনেক মানবিক মুখ দেখেছে রাজ্য .খেলোয়াড়ি উদ্যোগ এই প্রথম |
(source-AITC)
0 comments:
Post a Comment