ত্রিপুরায় কংগ্রেস-তৃণমূল জোট চেষ্টা

Indiapost24 Desk:আগামী বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একদিকে বামফ্রন্ট,অন্য দিকে বিজেপির বিরোধিতা করে এক গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোট গড়তে ইতিমধ্যেই ত্রিপুরায় কংগ্রেস  তৃণমূলের নেতারা কয়েক বার গোপন বৈঠক করেছেন.. মমতা বন্দ্যোপাধ্যায়ও চান যে  একদিকে সিপিম ও অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ তৃতীয় শক্তির আত্মপ্রকাশ ঘটুক.. রাজনৈতিক মহলের মতে দুই কংগ্রেসের মধ্যে জোট বাস্তবায়িত হলে বিজেপিতে যোগ দেওয়ার পর যে সব দলত্যাগী কংগ্রেসী নেতাদের  দমবন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তারা স্বস্তির জায়গা খুজে পাবে.. তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের প্রধান প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশকারী বিজেপির মধ্যে ভাঙন ঘটানো কতটা সম্ভব হবে তা নিয়ে নিশ্চিত নন কংগ্রেস ও তৃণমূল নেতৃত্বরা..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment