NNS:এবার হিন্দুত্ববাদীদের নিগ্রহের শিকার হলেন তেলেঙ্গানার দলিত লেখক ও সমাজকর্মী কাঞ্চা ইলাইয়া |এদেশে থাকতে হলে বন্দেমাতরম বলতে হবে ,নইলে কেটে ফেলা হবে বলে তাকে হুমকি দিলো গেরুয়া পতাকা নিয়ে থাকা একদল যুবক |গতকাল তেলেঙ্গানার কোরুতলা শহরের এক আদালতের বাইরে হেনস্থার শিকার হলেন দলিত লেখক কাঞ্চা ইলাইয়া |গতকাল আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় হিন্দুত্ববাদী যুবকের বিক্ষোভ ও হুমকির শিকার হন দলিত লেখক |তাকে লক্ষ করে চটি ,পচা ডিম্ ছুঁড়ে মারার চেষ্টা করা হয় |ইলাইয়া অভিযোগ করেন ,এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ও আর্য বাস সম্প্রদায় |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment