ঊত্তরাখন্ডে জোরালো ভূমিকম্পের আশঙ্কা ..

NNS:উত্তরাখণ্ডে জোরালো ভুমিকম্পের আশঙ্কা ব্যাক্ত করলেন ভূমিকম্পতত্ববিদরা |সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে হিমালয়ের দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো খতিয়ে দেখতে এক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল |বহু বিশিষ্ট ভূমিকম্পতত্ববিদ এই ওয়ার্কশপে অংশ নেন |তাদের মতে গত ৬০০ বছরের মধ্যে উত্তরাখণ্ডে কোন জোড়ালো ভূমিকম্প হয়নি |এরফলে উত্তরখন্ডের ভূপৃষ্ঠের নিচে
জোরাল শক্তি তৈরি হোয়েছে |সেই শক্তির ফলেই ভুমিকম্পের সম্ভবনা তৈরি হোয়েছে |এখন থেকেই এই ব্যাপারে জোরাল পদক্ষেপ জরুরি বলে তারা মনে করছেন |উত্তরখণ্ডে শেষবার ভুমিকম্প হয়েছিল এবছরের ফেব্রুয়ারিতে |উৎসস্থল রুদ্রপ্রয়াগ |কম্পনের তীব্রতা ছিল ৫.১ |কিন্তু এবার ভুমিকম্পের তিব্রতা অনেক বেশি হবে বলেই তাদের আশঙ্কা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment