"রাজ্যে তৃণমুলের ঘাড়ে প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলছে বিজেপি "

স্নেহাশিষ মুখার্জি :রাজ্য বিজেপি নেতৃত্ব জয় বন্দ্যোপাধ্যায়কে প্রচারের মুখ করে প্রতিনিয়ত তৃণমূলের ঘাড়ে গরম নিঃস্বাস ফেলছে | নদিয়ার কৃষ্ণগঞ্জ , হরিণঘাটা , হবিবপুরের পর আজ সন্ধ্যায় বর্ধমান জেলার কালনার কালিকাপুরে বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে বিজেপির মাটিকে শক্ত করতে , এবং তৃনমূল সরকারকে গদিচ্যুত করতে প্রায় ২০০ জন বিক্ষুব্ধ কর্মি সমর্থক তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করেন | আজগের সভায় মঞ্চে দাঁড়িয়ে আসন্ন পঞ্চায়েত ভোটে তৃনমূলকে টেক্কা দিয়ে দলীয় কর্মিদের নির্বাচনে লড়াই করার আহ্বান জানান তিঁনি | এদিনের সভামঞ্চ থেকে ডেঙ্গু প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিঁনি বলেনঃ " রাজ্য সরকার থেকে উঁনি আজকে জানতে পারেন রাজ্যে ডেঙ্গুতে মাত্র ২৩ জন মারা গেছে | কিন্তু উঁনি নিজে স্বয়ং উত্তর ২৪ পরগনার অশোকনগর , হাবড়া , দেগঙ্গায় ডেঙ্গুর অবস্থান পরিদর্শন করতে গিয়ে দেখেছিলেন পরিসংখ্যানটা অনেক বেশি | তাই সারা পশ্চিমবঙ্গে গুনলে মৃতের সংখ্যা টাও অনেক বেশি হবে বলে তিঁনি দাবি করেন | এরপর তিঁনি বলেনঃ 'এখন পর্যন্ত্য যাঁরা ডেঙ্গুতে মারা গেছে তাঁদের পরিজনদের দিয়ে হাই কোর্টে মামলা করলে দিদি কোথায় পালাবেন ? সত্যকে কখনও চাপা রাখা যায় না | মিথ্যে কথা বলে কোনোদিন কোন মহৎ কাজ হয় না|সেই কারণে তিঁনি মুখ্যমন্ত্রীকে মঞ্চ থেকে বলেন বিদেশ থেকে আশার পর উঁনি যেনো তাঁর ভাইদের সাথে বসে একটা সিদ্ধান্তে উপনীত হন যে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় '|এরপর তিঁনি রাজ্য পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে বলেনঃ " তৃনমূলের জামানায় রাজ্যের পুলিশ প্রশাসন তৃনমূলের তাঁবেদারি করছে , তাঁরা নিজেদের পায়ে শক্ত হোয়ে দাঁড়াবার ক্ষমতা টুকু হারিয়ে ফেলেছে | উঁনি যদি পুলিশ হতেন তাহলে অনুব্রত মণ্ডলকে কলার ধরে ডাণ্ডা পেটাতে পেটাতে শ্রীঘরে করে দিতেন একজন সত্যিকারের উর্দি পরিহিত ডিউটিরত পুলিশের ক্ষমতা উঁনি দেখাতেন | কারুর চমকানি ধমকানিকে উঁনি বরদাস্ত করতেন না "| এরপর তিঁনি রাজ্যের পুলিশ বাহিনীকে মঞ্চ থেকে হাত জোর করে আবেদন করেন -'বিবেকের ডাক দিতে , মনের জোর রাখতে , স্বরণ করে দেন ওঁনাদের চেয়েও ওঁনাদের খয়েরি পোশাকটার দাম অনেক বেশি , এই খয়েরি পোশাকটা একসময় অনেক বাঘা বাঘা বাংলার পুলিশ অফিসারেরা পড়েছিল , তাঁদের নাম বাংলার ইতিহাসে লেখা আছে..


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment