চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার ..


Indiapost24 Desk:রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে |প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই ৭ তলা ট্রমা সেন্টারে | আশঙ্কাজনক রুগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিন তলাতে হবে শুধু অপারেশন |নিউরো মেডিসিন ,নিউরো সার্জারি ,অর্থোপেডিক ,এনাস্থেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথ দুর্ঘটনা বা মারাত্মক চোট আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে |৮ তলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান ,৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার |দোতলায় থাকবে তিনটি অপারেশন থিয়েটার |তিনতলায় ও ৩ টি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে |চারতলায় আছে ৩৫ টি ইনডোর ট্রমা কেয়ার বেড |৫ তলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট |৬ তলায় আছে ৩০ টি নিউরো মেডিসিন এবং ৩০ টি নিউরোসার্জারি বেড |সাত তলায় রোয়েছে আরও ৩৫ টি ট্রমা কেয়ার বেড |আটতলায় ক্যান্টিন ,অটোক্লেভ মেশিন ইত্যাদি |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment