গুজরাট ভোটের আগে বড়ো ধাক্কা দুই দলের

Indiapost24 Desk:গুজরাট ভোটের আগে কংগ্রেসের নক্ষত্র পতন |দলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন গুজরাট কংগ্রেসের মুখপাত্র রেখাবেন চৌধুরি |একইসঙ্গে তিনি ইস্তফা দিয়েছেন কংগ্রেসের সমস্ত কমিটির সদস্যপদ থেকেও |সুত্রের খবর ,ভোটের টিকিট বন্টন নিয়ে অখুশি ছিলেন রেখাবেন চৌধুরি |আর সেই কারণেই কংগ্রেস ছাড়লেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব |গুজরাট নির্বাচনের প্রাক মুহুর্তে দলের মুখপাত্র রেখাবেনকে খুইয়ে চাপে কংগ্রেস |
উল্লেখ্য সপ্তাহেই বিজেপি ছেড়েছেন প্রাক্তন সাংসদ কাঞ্জিভাই প্যাটেল |তার সঙ্গে মোদি-শাহের বিজেপি ছেড়েছেন কঞ্জিভাই প্যাটেলের ছেলে সুনীল প্যাটেল |যে কারণে কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে রেখেছেন রেখাবেন ,একই কারণে বিজেপি ছেড়েছেন কঞ্জিভাই এবং পুত্র সুনীল |দলের সঙ্গে মতানৈক্য হওয়ায় শেষমেশ অবাক করা সিদ্ধান্ত নিয়ে দল ছাড়েন রাজ্যসভার এই প্ৰাক্তন সাংসদ |১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে প্রার্থী ঘোষণা করছে কংগ্রেস এবং বিজেপি |৯ ডিসেম্বর ৮৯ টি আসনে এবং ১৪ ডিসেম্বর বাকি ৯৩ আসনে ভোট হবে গুজরাটে |১৮২ আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৬৬ আসনেপ্রার্থীর নাম ঘোষনা করেছে কংগ্রেস |অন্যদিকে ক্ষমতাশীল দল বিজেপি এখনও ১৪৮ টি আসনে প্রার্থী দিয়েছে |এমন অবস্থায় দুই দলের দুই গুরুত্বপূর্ণ নেতার  পদত্যাগ গুজরাট ভোটের আগে দুই পক্ষের মধ্যেই চাপানউতোর বাড়লো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment