রাজ্যে আজ থেকে শুরু হস্তশিল্প মেলা

Indiapost24 Desk:পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র শিল্প দপ্তরের আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন হয়েছে আজ |চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত |নিউটাউনে ইকো পার্কে ১ নম্বর গেটের কাছে আয়োজিত হচ্ছে এই মেলা |বাংলার হস্তশিল্প দেশে বিদেশে বিখ্যাত |ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় |তৈরি করেছেন বিশ্ব বাংলা ব্র্যান্ড |ইউনেস্কোর সহযোগিতায় গঠিত হয়েছে শিল্পগ্রাম ,যা আদতে গ্রামীণ হস্তশিল্পের হাব |এই হস্তশিল্প মেলায় রাজ্যের সেরা হস্তশিল্পের সম্ভার নিয়ে সমস্ত জেলা থেকে এসেছেন শিল্পীরা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment