Indiapost24 Desk:এবার জলক্রীড়ার মজা মিলবে শহরেই |চাইলে বড়দিনের ছুটিতে শহরে ঘুরতে এসে গঙ্গা বক্ষে ওয়াটার ট্যাক্সিতে প্রমোদ ভ্রমণের আনন্দ করতে পারবে যে কেউ,পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সুত্রে খবর ,আপাতত দুটি ওয়াটার টাক্সি তৈরি করা হচ্ছে |বৰ্তমানে প্রমোদ ভ্রমণের জন্য শনি ,রবি অনান্য ছুটির দিনে বাহারি নৌকা ময়ূরপঙ্খী চালায় পশ্চমবঙ্গ পরিবহণ নিগম |১ ঘন্টা করে যাত্রীদের গঙ্গায় ঘোরানো হয় |থাকে গান বাজনার আয়োজনও |তার জন্য খরচ জন প্রতি ১০০ টাকা |নিগমের এই আয়োজন যাত্রীমহলে বেশ জনপ্রিয় হয়েছে |গঙ্গায় ওয়াটার ট্যাক্সি নামানোর পরিকল্পনাও পর্যটকদের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা নিগমকর্তাদের |ওয়াটার ট্যাক্সিতে ৮ টি করে সিট থাকবে |কেউ চাইলে নিজেদের পরিবার বা বন্ধুবান্ধবদের জন্য গোটা জলযানটি ভাড়া নিতে পারবেন |আলাদা করে সিটে ভাড়া দেওয়ার ব্যবস্থা থাকবে |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment